স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরসিংদী সরকারি কলেজে 'বিজয় ৭১' নামের ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নরসিংদী সরকারি কলেজের প্রাঙ্গণে ভাস্কর্যের উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী সদর আসনের সাংসদ লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক। পরে তিনি নরসিংদী সরকারি কলেজের নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের উদ্ধোধন করেন। এরপর কলেজ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিজয় ৭১ ভাস্কর্যের শল্পী ভাস্কর অলি মাহমুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনসহ কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল। জাতির পিতার জন্যই আমরা পেয়েছি এই বাংলাদেশ। পেয়েছি লাল-সবুজ পতাকা। আজকের এই দিনে আমরা এই মহান নেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
বিডি প্রতিদিন/হিমেল