মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাবনায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেন।
দিবসের শুরুতেই রাত ১২টা এক মিনিটে জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো পাবনায় মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতিতে তৈরি স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পণ করেন।
একই স্থানে সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পাবনা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনা ড্রামা সার্কেল, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
কর্মসূচিগুলোর মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ, দোয়াসহ বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/আবু জাফর