যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ৭১-এ শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ পুষ্প স্তবক অর্পণ করা হয়।
এরপর এক মিনিট নীরবতা পালন ও শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, ফুলপুর মুক্তিযোদ্ধা সংসদ, ফুলপুর পুলিশ প্রশাসন, ফুলপুর পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, ফুলপুর সরকারী কলেজ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা, ফুলপুর মহিলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিজয় র্যালি, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ফুলপুর খেলার মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, মেয়র শশধর সেন, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর