বরগুনা শহরে ওজোপাডিকোর অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্বে অভিযান পরিচালনা করে বরিশাল বিভাগের বিদ্যুৎ আদালত। শুক্রবার রাত ৮ টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যুৎ আদালতের ভারপ্রাপ্ত মেজিষ্টেট এস. এম. মাহফুজ আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক শিকদারের বাসা থেকে দেয়া ২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ মামলা দায়ের করে।
জেলা প্রশাসক কার্যালয়ের গাড়ী চালক আল-আমিনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। জাতীয় শ্রমিকলীগ নেতা হালিম মোল্লার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে পৌরসভার বড়ইতলা এলাকার সুমন নামের একজনকে গ্রেফতার করে থানায় মামলা দায়ের করা হয়।
মোট ১১টি অভিযানে ৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ১ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল