যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, স্বাধীনতার সুফল আজ ঘরে ঘরে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ অচিরেই বিশ্বে মর্যাদা নিয়ে অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াবে।
শনিবার ভোলার চরফ্যাশন স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অসীম। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে এর সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়াই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন