যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শনিবার দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
এদিকে, নগর উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি, সদস্য সচিব নাসিম ইউসুফ রেইন, কোচ হাবিব মোবাল্লেগ জেমস, কমিটির সদস্য ফখরুল আলম উল্লাস, প্রবীর রঞ্জন দে, জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, জাবেদ হাশমী চৌধুরী, ইকবাল খন্দকার, সৈয়দ ফরহাদ কাদেরিয়া জিতুসহ অন্যান্যরা।
অপরদিকে, রামঘাট দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টু, যুবলীগ নেতা গাজী মনির, সাইফুল ইসলাম সুমন, এয়ার আহম্মদ সেলিম, ইমতিয়াজ হাবীব, শওকত আকবর জুয়েল, নাজমুল হক, মেহেদি হাসান শরীফ, আসাদুজ্জামান লিটন, মোহাম্মদ সোহেল আজমসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন