মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরে উদযাপন করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন।
এরপর প্রীতি ফুটবল, ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, শহীদদের আত্মার মাগফেরাত এবং জাতীয় শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনা করা হয়। এ দিবসে বিভিন্ন উপজেলা চত্তরেও বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে গোর-এ শহীদ বড় ময়দানে কুচ-কাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে পূষ্পমাল্য অর্পণ করা হয়।
কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোরঞ্জনশীল গোপাল এমপি। চিরিরবন্দর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ৭ দিনব্যাপী মেলা ও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
বিডি প্রতিদিন/এএম