স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরগুনা সাইক্লিং কমিউনিটির উদ্যোগে ২৬ কিলোমিটার স্বাধীনতা সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব থেকে ২৬ জন সাইক্লিস্টের অংশগ্রহণে স্বাধীনতা সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
সাইক্লিস্টরা বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করে চালিতাতলী ঘুরে বরগুনা সার্কিট হাউজে এসে সমাপ্তি করে।
এর আগে স্বাধীনতা সাইকেল র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাফর হোসেন হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম টিটু, বরগুনা প্রেসক্লাবের সদস্য মো. শাহ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিসিসির সাধারণ সম্পাদক আবিদ হাসানের নেতৃত্বে সাইকেল রাইডে অংশগ্রহণ করেন স্বপ্নীল, বাপন, ইলহাম, সুপ্তি, অর্পিতা, মীম, স্বাধীন, কল্প, আলিফ, আব্দুর রহমান, আমিনুল, তামিম, রাতুল, সাদেক, সাগর, রায়হান, রাজিব, রুবায়েত, রাইহান, রুপম, আবু বকর, ফারদিন, সাজ্জাদ, মাশরাফি, রোহান, সাফওয়াল।
বরগুনা সাইক্লিং কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি এহসান আহমাদ নোমান বলেন, বরগুনায় এরকম ব্যতিক্রমী আয়োজন করার মাধ্যমে বিভিন্ন দিবসের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও সাইক্লিংয়ের প্রতি অনুরাগ সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করছি।
এ সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বরগুনা সাইক্লিং কমিউনিটি কর্তৃক ২৬ মার্চ ২৬ জনের ২৬ কিলোমিটার সাইকেল রাইড আয়োজনের মাধ্যমে যুবসমাজের মধ্যে সাইক্লিংয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং মাদকসহ নানা অপরাধ কর্মকাণ্ড থেকে যুব সমাজ বিরত থাকবে।
এর আগে সকাল ৭টায় বরগুনা সাইক্লিং কমিউনিটির সদস্যরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন