নরসিংদীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপত্বিতে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এড.আব্দুল বাসেত, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, নরসিংদী সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ ভূইয়া, নরসিংদী জেলা ছাত্রদলের আহ্বায়ক ছিদ্দীকুর রহমান নাহিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম