মাগুরার মহম্মদপুরের বালিদিয়া লক্ষীপুর গ্রামে শনিবার অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঘুড়ি উৎসবের আয়োজন করছে লক্ষীপুর স্পোর্টস ক্লাব।
এবারের ঘুড়ি উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে একই সুতায় ১০২টি ঘুড়ি ওড়ানো। এই ঘুড়িটি উড়িয়ে প্রথমস্থান অধিকার করে ফরিদপুরের ইব্রাহিম হোসেন। উৎসবে মোট ১০৯ জন নানা বর্ণের ঘুড়ি নিয়ে অংশ নেন। যার মধ্যে সাপ ঘুড়ি, বিমান ঘুড়ি, মানব ঘুড়ি, সুপারম্যান, পরী, পালতোলা নৌকা, ঈগল নামের ঘুড়িসহ বিভিন্ন প্রকার ঘুড়ি।
উৎসবের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু। স্থানীয় বালিদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি শেখ মোহাম্মদ শওকতুজ্জামান সৈকত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারা, কামরুল হাসান, আলী হোসেন মুক্তা, ইদুল শেখ প্রমুখ।
ঘুড়ি উৎসবের অন্যতম পৃষ্টপোষক শওকতুজ্জামান সৈকত জানান, দু’বছর ধরে তারা এ উৎসব করছেন। গ্রামীণ এ ঐতিহ্যকে তারা ধরে রাখতে চান। পাশাপাশি তরুণ সমাজ মাদসসহ বিভিন্ন অপসাংস্কৃতিতে ঝুঁকে পড়ছে। মূলত এগুলো থেকে বের হওয়ার জন্যই এই ঘুড়ির আয়োজন।
বিডি প্রতিদিন/এএম