ময়মনসিংহের তারাকান্দায় কুলসুম বেগম (৫৩) নামের নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুরা গামের গুদাআলির সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম বেগম একই ইউনিয়নের সানুড়া এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত যুবকদের পরিচয় জানতে চাইলে ওসি জানান, ওই দুই যুবক ঢাকা থেকে প্রায়ই নিহতের বাড়িতে আসতেন। তদন্ত হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটককৃত দুই যুবকের আগে থেকেই ওই নারীর বাড়িতে আসা যাওয়া ছিল। গত দুইদিন তারা ওই নারীর বাড়িতে আসে। ঘটনার দিন দুপুরে হঠাৎ ঘর থেকে চিৎকারের শব্দ আসলে স্থানীয়রা ঘরে গিয়ে গলা কাটা অবস্থায় নারীর মরদেহ দেখতে পারেন। এ সময় ঘরে থাকা দুই যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দেয়।
বিডি প্রতিদিন/এএম