পাবনার বেড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে পোশাক ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুুর্বৃত্তরা। রবিবার সকালে পৌর এলাকার আলহেরা নগরের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান হোসেন (২২) সাঁথিয়া উপজেলার করমজা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তার সিএণ্ডবি চতুর বাজারে গার্মেন্টস এর দোকান ছিল।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত দোকান শেষ করে রাত সাড়ে ৯টার সময় বাড়িতে আসে এবং খাওয়া শেষে তার রুমে যায়। তবে শনিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। পরিবার মনে করেছে রাতে এসে নিজ রুমে ঘুমাবে তাই তার খোঁজ করেননি। রবিবার সকালে হত্যার খবর পায় পরিবার।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, শনিবার রাতে নিজ বাড়ি থেকে ইমরানকে মোবাইল ফোনে ডেকে নেয় অজ্ঞাতরা। রবিবার সকালে আলহেরা নগরের একটি বাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে ইমরানের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।
পূর্ব শত্রুতার জেরে ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ