আম রপ্তানির জন্য কন্টাক ফার্মিংয়ের মাধ্যমে নিরাপদ আম উৎপাদন ও এর প্রক্রিয়াকরণ পণ্য সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মোঃ এম কোরাইশী মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালয় প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শুকুরুদ্দীন ও এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর সহকারী নির্বাহী কমকর্তা লিটন চন্দ্র রায়। প্রশিক্ষণ কর্মশালার আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেবিডি মোঃ জহুরুল ইসলাম।
কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম চাষাবাদ পদ্ধতি, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধির করণের অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ