কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তর বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের টেকনাফ কক্সবজার এর সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তাফা মুকুলের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কায়ুকখালী পাড়া এলাকার মৃত হাবিব উল্লাহ এর ছেলে মো. রফিক (৩৮) এর বসত-ঘরে তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গৃহকর্তা মো. রফিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামতের মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা ।
তিনি আরো জানান,পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ১৯ (খ) ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মাদকের বিষাক্ত ছোবল থেকে জাতিকে রক্ষা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর।আমাদের এই অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এএ