গোপালগঞ্জে সড়ক পার হওয়ার সময়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাহেব আলী ফকির (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের নবাব আলী ফকিরের ছেলে।
হাইওয়ে থানা পুলিশের ঘোনাপাড়া ফাঁড়ির উপ-পরিদর্শক নুর সলেমান জানান, সকালে ঘটনাস্থল দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর