ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার সকালে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় রানার্স কমিউনিটির উদ্যোগে তিন, পাঁচ ও দশ কিলোমিটার ক্যাটাগরিতে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
সকাল ৬টায় স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকের পাড়) এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিভূতিভূষণ দেবনাথ। ৯৮ জন দৌড়বিদ ম্যারাথনে অংশ নেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দিলারা আক্তার খান, সহযোগী অধ্যাপক হামজা মাহমুদ, জেলা রোভার স্কাউটের সম্পাদক শরীফ জসিম, ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির এডমিন মো. রাজন মিয়া, কাজী টুটুল, আবদুল আহাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা