ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৫টি প্রদর্শনী পুকুরকে এসব উপকরণ প্রদান করা হয়।
এরমধ্যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ জন এবং বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য প্রকল্পের আওতায় ২ জন। এর আগে ১৮ জন মৎস্য চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, ইউনিয়ন পর্যায়ে মৎস্য সেবা কুমিল্লার উপ-প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫টি প্রদর্শণী পুকুরের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ আছে। এর মধ্যে ২৫ হাজার টাকার মাছ এবং বাকি টাকার খাদ্য উপকরণ দেওয়া হয়েছে। মাছের পোনার মধ্যে রয়েছে পাবদা, শিং, গুলসা, মনো সেক্স তেলাপিয়া, পাঙ্গাস ইত্যাদি। প্রকল্পের অর্থ যথেষ্ট নয় এর বাইরে চাষিকে কিছু ব্যয় করার মানসিকতা থাকতে হবে।
উপ-প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য হলো এলাকার মানুষকে উদ্বুদ্ধ করা। চাষিরা যাতে অবহিত হতে পারে এবং মাছ চাষ করে। তাদের দেখাদেখি অন্যরাও যাতে মাছ চাষ করে। এরমাধ্যমে আখাউড়ার সমস্ত এলাকা যেন মাছ চাষের আওতায় আসে।
বিডি প্রতিদিন/হিমেল