‘ছাত্র যুবক মিলাও হাত, মাদক ব্যাধি নিপাত যাক’ প্রতিপাদ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ১৬টি দল অংশ নেয়। এতে এমসিসি একাদশ চ্যাম্পিয়ান এবং বিজেএস রানার্স আপ হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় দিনাজপুরের শহরের পাহাড়পুর বালুয়াডাঙ্গা জামে মসজিদ মাঠে স্থানীয় যুবসমাজের আয়োজনে এ খেলায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পদক সুব্রত মজুমদার ডলার।
অনুষ্ঠানে বক্তারা সুন্দর মন ও সুস্থ দেহের অধিকারী হওয়ার জন্য লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চার অন্যতম মাধ্যম হিসেবে তরুণদের খেলাধুলায় সময় দেওয়ার আহ্বান জানান।
সাবেক ছাত্রলীগ নেতা মো. আজমাইন কবির রাশিকের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন রশিদ, সমাজসেবক ও ব্যাবসায়ী মীর আলাউদ্দিন গুড্ডি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রাকিবুল ইসলাম মিথুন প্রমুখ ।
বিডিপ্রতিদিন/কবিরুল