মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঝালকাঠি সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ ইমাম পাশা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। বিশেষ অতিথি হিসেবে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিন, ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ ও শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওন। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা খানম। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান রুবেল। পরে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর