চাঁদপুরে বহুল প্রত্যাশিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২রা এপ্রিল অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষার এই সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ বিরাজ করছে। আগামীতে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে তৃণমূলকর্মীদের মাঝে জোর আলোচনা চলছে।
চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে শক্তিশালী কমিশন গঠন করা হয়েছে। ২৬ মার্চ শনিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ জন করে মোট ৮ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান শাহীন এবং বিএনপি নেতা এসএম কামাল উদ্দিন চৌধুরী।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি এবং সাবেক যুগ্ম সম্পাদক কাজী গোলাম মোস্তফা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সামছুল ইসলাম মন্টু, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন এবং অ্যাডভোকেট রফিকুল হাসান রিপন। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৫১৫ জন।
সোমবার ২৮ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই এবং প্রত্যাহারের শেষ দিন। মঙ্গলবার ২৯ মার্চ চূড়ান্ত প্রার্থী ঘোষণা এবং প্রতীক বরাদ্দ।
আগামী ২ এপ্রিল শনিবার বিপণিবাগস্থ পার্টি হাউজে সকাল ১০টা থেকে চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশন। দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশনারগণ ফলাফল ঘোষণা করবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল