চাঁদপুর পৌরসভার লঞ্চঘাট মাদ্রাসা রোডে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে ভবনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্তসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৭ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর