টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা মামুদনগর ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীনারা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. খুরশিদ আলম বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক মিঞা, সাংবাদিক আসাপ মাহমুদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিপ্লব, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নাসির হোসেন, মামুদনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর