গণ সংস্কৃতি চর্চা হোক মুক্তির হাতিয়ার- স্লোগানকে সামনে রেখে একটি বেসরকারী সংস্থার সহযোগীতায় এবং ভূমিহীন সমিতির আয়োজনে দুইদিন ব্যাপি সাংস্কৃতিক পদযাত্রা শুরু হয়েছে। পদযাত্রার আলোচ্য বিষয় ছিলো ধর্ষণ, বাল্যবিবাহ, যৌন হয়রানি বন্ধ এবং নারী পুরুষের সমতা ভিত্তিক শোষণ মুক্ত সমাজ গঠন করা।
রবিবার সকালে উপজেলার পরিস্কার বাজার প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে সুবর্ণচর উপজেলা সমিতি। নারী নেত্রী হাসিনা আক্তারের সভাপতিত্বে অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন ১নং চর জব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক, মিজানুর রহমান দিপক, মেম্বার রিয়াজুল মাওলা চৌধুরী, নিজেরা করি সংস্থার কেন্দ্রয় প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া, নিজেরা করি সুবর্ণচর শাখার অঞ্চল সমন্নয়ক পরিতোষ দেবনাথ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ