জয়পুরহাটে দেশীয় তৈরি ৩০০ লিটার চোলাই মদসহ চম্পা রানী (৫০) নামে এক নারী মাদক করবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার ঘাসুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত চম্পা রানী জয়পুরহাট সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামে মন্টু রবিদাসের স্ত্রী।
(ওসি) আলমগীর জাহান জানান, চম্পা রানী দীর্ঘদিন ধরে দেশীয় তৈরী চোলাই তৈরী করে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। ঘাসুরিয়া এলাকায় চোলাইমদ তৈরী করে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৩০০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম