চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন নয়াগোলা ভবানীপুর রাস্তায় চলন্ত ট্রলির ওপর থেকে পড়ে মো. সিরাজুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মো. সিরাজুল ইসলাম হচ্ছেন- সদর উপজেলার মহারাজপুরের মৃত রহমানের ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় কোনো গ্রেফতার নেই। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম