যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার আদায়ের জন্যের সারাজীবন সংগ্রাম করেছেন। পাকিস্তান আমলে বাঙালী রাজনীতিকদের অনেকেই গভর্নর, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়েছেন।
বঙ্গবন্ধুরও অনেক প্রস্তাব ছিল। কিন্তু তিনি কখনোই আপস করেননি। আর সেজন্যই তাঁকে জেলে যেতে হয়েছে। রবিবার দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘বীর মুক্তিযোদ্ধা মিলনসভায়’ প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ মিলনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
এ সময় সেখানে যুদ্ধকালীন বিএলএফ প্রধান আলী হোসেন মনি, জাসদ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম, যশোরের পৌর মেয়র হায়দার গণী খান পলাশ, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর