মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা শিকদারকান্দি গ্রামে নিলু মাতুব্বর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে সকালে বাড়ি ফিরছিলেন নিলু ও মনোয়ারা। সাদিপুর বাজারের কাছে এলে রাস্তা পার হওয়ার সময় একটি মাটি টানার ট্রাক তাদের ধাক্কা দেয়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মনোয়ারা মারা যায়। গুরুতর আহত নিলুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ওসি মো.মিরাজ হোসেন বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে ট্রাকটি আটক করা যায়নি। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়নি। যদি অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বিডি প্রতিদিন/এএম