দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতকোত্তর শিক্ষার্থীদের সায়েন্টিফিক পেপার, থিসিস লেখা এবং পরিসংখ্যানগত বিশ্লেষণের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ এবং স্যোসাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রবিবার সকাল ১০টায় হাবিপ্রবিতে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. রওশন আরা, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর ড. মো. গোলাম রব্বানী। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
বিডি প্রতিদিন/এএম