খাগড়াছড়ির রামগড়ে রবিবার সন্ধ্যায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। জানা গেছে, নিহতরা হলেন- ছালেহ আহমেদের স্ত্রী তসলিমা খানম (৩৫) ও মেয়ে তান্না (২)। তাদের বাড়ি রামগড় উপজেলার নাকাপা এলাকায়।
বিডি প্রতিদিন/এএম