ভ্যান হারিয়ে দিশেহারা সেই চালককে ব্যাটারি চালিত অটোভ্যান উপহার দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ। রবিবার দুপুরে পাঁচবিবি উপজেলার রায়পুর দত্তপাড়া গ্রামে ভ্যান চালক আব্দুল মোমিন রাঙ্গার নিজ বাড়িতে গিয়ে ব্যাটারি চালিত অটোভ্যানটি তুলে দেন পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ।
জানা যায়, জেলার পাঁচবিবি উপজেলার রায়পুর দত্তপাড়া গ্রামের তমিজউদ্দিনের ছেলে অটোভ্যানচালক আব্দুল মোমিন রাঙ্গা এনজিও থেকে ঋণ নিয়ে অটোভ্যানটি কিনেন। বেশ কিছুদিন আগে উপজেলার ধরঞ্জী বাজার এলাকা থেকে চুরি হয়ে যায় ভ্যানটি। চুরির ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করেন এক যুবক। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ফেসবুকে ঘটনাটি জেনে মানবতার হাত বাড়িয়ে দেন মোসাইদ আল-আমিন সাদ।
বিডি প্রতিদিন/হিমেল