সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উল্লাপাড়া এম.আকবর আলী সরকারি কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুমী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু প্রমুখ।
অনুষ্ঠানে ১১জন চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে মাঠে উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়। রাজিব, কনাসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল