ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেছেন, বিএনপির রাজনীতি শুধু ঘরে বসে টেলিভিশনে বক্তব্য দেয়া। সেখানে বসেই সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করবে, আর ইতিহাস বিকৃত করবে। এছাড়া তারা আর কিছুই পারে না।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রবিবার বিকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাড. জহিরুল হক খোকা বলেন, স্বাধীনতাবিরোধী দলটি এখন নতুন করে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। কিন্তু স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ এসব ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশের ভিত আরও মজবুত করে যাচ্ছে।
শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, কিন্তু বাংলাদেশের উন্নয়ন থামিয়ে দিতে ষড়যন্ত্র শুরু করেছে স্বাধীনতা বিরোধীরা। তাই সুবর্ণজয়ন্তীতে আমরা শপথ নেই স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করে বিশ্বের দরবারে বাংলাদেশকে সমৃদ্ধ হিসেবে তুলে ধরব।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস এবং শওকত জাহান মুকুলের সঞ্চালনায় কর্মসূচিতে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, মনিরা সুলতানা মনি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. কবির উদ্দিন ভুইয়া, আমিনুল হক শামীম সিআইপি, মমতাজ উদ্দিন মন্তা, অ্যাড. সাদেক খান মিল্কি টজু, অধ্যাপক ইউসুফ খান পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, আহাম্মদ আলী আকন্দ, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজসহ জেলা এবং মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল