ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে দাগনভুঞা থানার সামনে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। রবিবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর জানান, নিহত ২ জন শ্রমিক ছিল। তারা ফেনী-নোয়াখালী সড়কের উপর ডিভাইডারের কাজ করছিল। এমন সময় দাগনভূঞা থেকে ফেনীমুখীএকটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। কিন্তু ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/এএম