মহান স্বাধীনতার মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে নেত্রকোনা পৌরসভা। রবিবার সন্ধ্যায় পৌর সভার উদ্যোগে ভবনের তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোনা পৌরসভায় বসবাসরত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে লাল গোলাপ দিয়ে বরণ করে নেয়া হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সংবর্ধিত ৮০ জন মুক্তিযোদ্ধা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইানলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই প্যানেল মেয়র এস এম মহসীন আলমসহ সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত মুক্তিযোদ্ধাদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন। ঘন্টাব্যাপী চলা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ অনেকেই।
আলোচনা শেষে উপস্থিত ৮০ জন মুক্তিযোদ্ধাকে যাতায়াত সন্মানি বাবদ নগদ অর্থ ও খাবার পরিবেশন করা হয়।
বিডি প্রতিদিন/এএম