বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাদক, জঙ্গিবাদ, গুজব ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ মতবিনিময় সভার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএমপি’র উপ-কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূঁঞা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস ও সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোহাম্মদ মাহফুজ আলম, সহকারী প্রক্টর সানবিন ইসলাম এবং বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ২৪টি বিভাগের প্রত্যেক ব্যাচের ২ জন করে সিআর উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি সাক্ষরিত ও প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম