৪০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র্যাব। নগরীর শাপলা চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
র্যাব জানায়, শনিবার র্যাব সদস্যরা রংপুর মহানগরীর কোতয়ালী থানার শাপলা চত্ত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১টি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় রক্ষিত মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভেতর থেকে ৪০০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী রাজশাহীর মো. আনোয়ার হোসেন (৪৮) ও চাপাইনবাবগঞ্জ এলাকার মো. সাদিউর হক (৪৫)কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের রংপুর মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে।
বিডি প্রতিদিন/এএম