বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় বেপরোয়া গতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৭ জন আহত হয়েছে। রবিবার সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরনদীতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সামনের অংশ বিধ্বস্ত এবং ৭ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, সকালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৭ জন যাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম