রংপুরের পীরগঞ্জে ট্রাক যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়ক পীরগঞ্জের খেজমতপুর বোর্ডের ঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ শাহজাহান আলী জানান, দুপুরের দিকে ধাপের হাটের উদ্দেশ্যে যাত্রীবাহী সিএনজি ছেড়ে গেলে বর্ণিত স্থানে ট্রাকের ধাক্কায় পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে মছিজল (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। আহত অবস্থায় পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চালকসহ সিএনজিতে থাকা আরও ২ জন আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এএম