কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে চিলমারী উপজেলার নয়াহাট ইউনিয়নে কয়েকজনের বসতবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার ভোর রাতে এ ঝড়ের কবলে উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকায় প্রায় ৫০টি বাড়ি-ঘর লণ্ড ভণ্ড হয়ে যায়।পাশাপাশি গাছপালা উপড়ে যায় ও খেতের ফসল মাটিতে নেতিয়ে পড়ে। দক্ষিণ খাউরিয়া এলাকার নীল চাঁদ ব্যাপারী জানান, রবিবার ভোর বেলা হঠাৎ গন্ধযুক্ত গরম বাতাস এসে এক মিনিটের মধ্যে বাড়ি-ঘর তছনছ করে দেয়। এতে আমার বাড়ির টিন উড়ে যায় ও ঘর পড়ে যায়। এছাড়াও মুহূর্তের মধ্যে পাশের আরো কয়েকজনের বাড়িও পড়ে যায়। এ উপজেলার আখ খেত ও খরের ঘর আংশিক নষ্ট হয়েছে।
এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান, তাৎক্ষণিক ঘটে যাওয়া বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল