গাজীপুরের টঙ্গী মধুমিতা এলাকায় কিশোরী ফারজানা আক্তারকে (১৭) এসিড নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় বাসায় ইফতার কেনার জন্য বাসা থেকে বেড় হয় ওই কিশোরী। এ সময় মধুমিতা রেল লাইন এলাকায় বখাটে খাইরুল ইসলাম মেয়েটিকে এসিড নিক্ষেপ করে। এতে ডান চোখে লেগে সে গুরুতর আহত হয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মেয়েটির সাথে ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে উভয়ের মতবিরোধের কারণেই এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। তবে এ ঘটনায় খায়রুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম