ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথম রোজাতেই মিলেছে ব্যাগ ভর্তি ফ্রি বাজার। পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে এমন বাজারের আয়োজন করে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
রবিবার সকালে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার সংলগ্ন ইরা ফিলিং স্টেশন চত্বরে জেলা প্রশাসক মো. এনামুল হক এই বাজারের উদ্বোধন করেন।
পুরো রোজার মাস জুড়ে প্রতি রবিবার এই হাট বসবে বলে জানায় সংগঠনটি। ফ্রি হাট থেকে বিনামূল্যে নিম্ন আয়ের মানুষকে দেয়া হয়েছে মাছ, মাংস, চাল, ডাল, তেল, পেয়াজ, রসুন সবজিসহ ইফতার সামগ্রী। প্রথমদিনে ৩’শ জনকে এসব পণ্য সামগ্রী দেয়া হয়েছে।
হাট উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. এনামুল হক বলেন, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের যে উদ্যোগটি নিয়েছে সত্যিই তা প্রশংসার দাবিদার। ফাউন্ডেশনের এমন কার্যক্রম অব্যহত রাথার স্বার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন, আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক, আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলামসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম