কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির উদ্যোগে রোজাদার শ্রমজীবীদের জন্য ফ্রি ইফতার কর্নার স্থাপন করা হয়েছে।
আজ কটিয়াদী পৌর সদর বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল ওয়াহাব আইন উদ্দিন চত্বরে শ্রমজীবী রোজাদারদের জন্য ইফতারের প্যাকেট সাজিয়ে রাখা হয়। ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, রক্তদান সমিতির সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্র কর্মী জিসান আজাদ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা ফুয়াদ হাসান আদর, ইনজামুল হক ট্রনি, অলি উল্লাহ শামিম, কাওসার রানা উপস্থিত ছিলেন।
রক্তদান সমিতির ব্যতিক্রম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, এ কর্নার কিছুটা হলেও শ্রমজীবীদের উপকারে আসবে। পাশাপাশি সমাজের বিত্তবানদের এ কর্ণারে ইফতার রেখে যাওয়ারও আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম