পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর সোমেশরী নদীতে পানি বাড়ায় ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে কামারখালি ঘাটে নেমে এক মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্রের নাম জিহাদ (১৪)। সে কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদকে ঢাকায় একটি মাদ্রাসায় পড়াতে দিয়েছিলেন দুলাল মিয়া। রবিবার রমজান (৩ এপ্রিল) রমজান উপলক্ষে বাড়িতে আসে সে। আজ সোমবার পাহাড়ি ঢলের পানিতে সোমেশ্বরীতে ভেসে আসা লাকড়ি কুড়াতে ১নং বালু ঘাট দিয়ে নদীতে নামে জিহাদ। এরপর সে পানিতে তলিয়ে যায়।
নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের দুর্গাপুর স্টেশনের লিডার শফিকুল ইসলাম জানান, নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধারে আমরা দেড় ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়েছি। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে। তারা না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ