ফেনীতে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাস্টার পাড়াস্থ ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির বাসভবনে গিয়ে শেষ হয়।
র্যালি নিজাম উদ্দিন হাজারী এমপির সাথে নির্বাচিত কমিটির সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুরুল করিম জাবেদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলসহ ৬ উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ তৃণমূলের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ