বরগুনা শহরের থানা পাড়া থেকে আজ র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে।
বরগুনা পৌরসভার থানা পাড়া থেকে গ্রেফতারকৃত আসামির নাম শম্ভু কর্মকার (২৭)। তার বাড়ী তালতলী উপজেলার থানা পাড়া গ্রামে। বাবার নাম শংকর কর্মকার।
২০১৭ সালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
আদালত থেকে গ্রেফতারের পর কিছুদিন হাজত খেটে জামিনে সে আত্মগোপন করে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এএ