বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন সীমান্তের ঘুমধুম ইউনিয়ন থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ আবদুল মালেক (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি ঘুমধুম এলাকার আবদুস সালামের ছেলে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের একটি দল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুল মালেকের বাড়িতে অভিযান চালায়। পরে বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‘জিজ্ঞাসাবাদে আব্দুল মালেক স্বীকার করেছেন বিক্রির উদ্দেশ্যে তিনি ইয়াবা নিজের বাড়িতে মজুত করেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’,- বলেন র্যাবের ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ