শেরপুরে চলছে জমজমাট গরীবের জন্য ইফতার। স্থানীয় অরাজনৈতিক, সেবামূলক সংগঠন নৃ ফাউন্ডেশনের এর তত্বাবাধানে প্রতিদিন চলে এই আয়োজন। ২০২০ সালের ১৫ আগস্ট মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বিপদে সহায়তাসহ নানা কাজ করার উদ্দেশ্য নিয়ে সংগঠনটি গঠিত হয়। সংগঠনটির প্রতিদিনের প্রধান কাজ হলো অভুক্তদের প্রতিদিন এক বেলা খাওয়ানো। গত তিন বছর ধরে এই মহৎ কাজটি চলছে।
করোনার কারণে অন্যান্য কার্যক্রম বাধাগ্রস্ত হলেও গরীব অভুক্তদের দুপুরে খাওয়ানোর কর্মটি একদিনের জন্যও বন্ধ হয়নি। এর অংশ হিসেবে দুবছর ধরে শেরপুর পৌর ঈদগাহ মাঠে বিকাল হলেই জমতে থাকে ইফতার করতে আসা নারী পুরুষ। এবার রোজা শুরু হওয়ার পর থেকেই ওই স্থানটি এখন গরীবের জমজমাট ইফতার খানায় পরিনত হয়েছে।
জানা গেছে, এই সংগঠনটি শহরের কিছু উদীয়মান শিক্ষিত যুবক দ্বারা পরিচালিত হয়। নিজস্ব অর্থায়নে পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষদের যতটুকু সহয়তা করা যায় এই উদ্দেশ্য নিয়ে কার্যক্রম শুরু করা হয়। অনাহারীর মুখে আহার তুলে দেওয়া, চিকিৎসা সহায়তা, মেধাবীদের শিক্ষা সহায়তা, কর্মহীন নারীদের সাবলম্বী করা, ক্ষুদ্র ব্যবসায়ী ও বেকারদের কর্মসংস্হানের সুযোগ করে দেওয়াসহ যেকোন অসহায়কে সহায়তা করে তাদের মুখে হাসি ফোটানোর ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে শেরপুর ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নৃ ফাউন্ডেশন’।
বিডি প্রতিদিন/এএ