বরিশালে দিনব্যাপী নানা আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম এবং আলবার্ট আইনস্টাইন স্মরণে বিজ্ঞান ভিত্তিক কুইজ, ডকুমেন্টারি প্রদর্শন এবং কুসংস্কার বিরোধী গল্প লেখার প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় ব্রজমোহন কলেজ রোড বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার অডিটরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক বিজন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলার সাবেক সিভিল সার্জন ডা. অনিল চন্দ্র দত্ত, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফিজিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ওয়াহিদা সুলতানা, ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, কেন্দ্রীয় সংগঠক শোভন রায়হান, ছাত্রফ্রন্টের সহসভাপতি হাফিজুর রহমান রাকিব এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ।
আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, মূলত শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যুক্তিবাদী মনন এবং এই সময়ে বাঙালি বিজ্ঞানীদের সম্পর্কে জানাতে এই উৎসব। সমাজে অবৈজ্ঞানিক চিন্তার প্রসার ঘটেছে। বিজ্ঞান শিক্ষা এবং বৈজ্ঞানিক চিন্তার প্রসারের জন্যই বিজ্ঞান আন্দোলন মঞ্চ শিক্ষার্থীদের বিজ্ঞানের আলোয় আলোকিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা