শ্রমিক অধিকার বাস্তবায়ন, শোভন কর্মপরিবেশ এবং শ্রমিকদের বেতন ভাতা, চিকিৎসা, ছুটি ও অবসর ভাতা প্রদানসহ ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রংপুরে মহান মে দিবস পালিত হয়েছে। রবিবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক আসিব আহসান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এরপর একটি র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে মে দিবস উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএম