বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বিভাগীয় নগরী রংপুরে চলছে নানা কর্মসূচি।
কর্মসূচির মধ্যে রয়েছে, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ঈদ জামাতে বিশেষ মোনাজাত এবং হাসপাতাল-এতিমখানা, কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন। এছাড়া, সিটি কর্পোরেশন নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করছে।
রংপুরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহে। আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে মডেল মসজিদে। এখানে দ্বিতীয় জামাত হবে। এছাড়া, মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৯টায়, কামাল কাছনা বড় জামে মসজিদে সাড়ে ৮টায়।
বিডি প্রতিদিন/এএম